ঢাকাই সিনেমায়
শাবনূর একটি নির্ভরযোগ্যতার নাম। তার বিরতিতে হতাশ হয়েছিলেন অনেক প্রযোজক।
এরপর আবারও কাজের ফেরার ঘোষণা দিলেও শুটিং শুরুর কোনো খবর মিলছিল না। তবে
শেষ পর্যন্ত ঢালিউডে ফিরেছেন তিনি। আবারও প্রস্তুত শাবনূর। ‘পাগল মানুষ’
শিরোনামে ছবির শুটিং-এর মধ্য দিয়ে কাজে ফিরেছেন শাবনূর।
গতকাল
সাত নম্বর ফ্লোরে ‘পাগল মানুষ’ ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেন তিনি।
বহুদিন পর এফডিসিতে শাবনূরের শুটিং, আবারও সেই উচ্ছ্বসিত এফডিসি, প্রিয়
নায়িকাকে দেখার জন্য ফ্লোরের বাইরে ছিল দর্শকদের ভিড়। সবকিছু মিলিয়ে এফডিসি
যেন খুঁজে পেয়েছে তার চিরচেনা রূপ। কারণ দীর্ঘদিন শুটিংয়ের অভাবে এফডিসি
ছিল ফাঁকা। সেই খরা যেন আবারও কেটে যাচ্ছে শাবনূরের উপস্থিতে।