মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল
হক বলেছেন, এ সরকারের মেয়াদ শেষে ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনেই
নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়েই
আপনাদের কাছে ভোট চাইতে আসবেন।
রবিবার দুপুরে শরীয়তপুর শহরের বঙ্গবন্ধু পৌর সুপার মার্কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে অনির্বাচিতরা ক্ষমতায় বসতো। ওই সময় দেশে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে সাধারণ মানুষকে হত্যা করেছে। এর জন্য খালেদা জিয়ার বিচার এই সরকারের সময়েই বিশেষ ট্রাইব্যুনালে করা হবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা সাবেক আইজিপি আব্দুল হান্নান খা, ৬৪ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে প্রমুখ।
মতবিনিময় সভার আগে মন্ত্রী এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ফলক উন্মোচন শেষে ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন। -বাসস
রবিবার দুপুরে শরীয়তপুর শহরের বঙ্গবন্ধু পৌর সুপার মার্কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে অনির্বাচিতরা ক্ষমতায় বসতো। ওই সময় দেশে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে সাধারণ মানুষকে হত্যা করেছে। এর জন্য খালেদা জিয়ার বিচার এই সরকারের সময়েই বিশেষ ট্রাইব্যুনালে করা হবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা সাবেক আইজিপি আব্দুল হান্নান খা, ৬৪ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে প্রমুখ।
মতবিনিময় সভার আগে মন্ত্রী এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ফলক উন্মোচন শেষে ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন। -বাসস