‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে’

S M Ashraful Azom
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে সাফল্য বাংলাদেশকে  ২০২১ সালের আগেই শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করবে।’
হোটেল প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এয়ার এশিয়ার ফ্লাইট চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যাত্রীদের সর্বোচ্চ মানসম্মত সেবা এবং সুলভ ও তুলনামূলক কম মূল্যে ভ্রমণ করতে ‘এভরি ওয়ান কেন ফ্লাই’ স্লোগান সামনে রেখে গত ১০ জুলাই এয়ার এশিয়া বাংলাদেশ থেকে ফ্লাইট চালু করে। রবিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘দ্রুত যাত্রী পরিবহনের জন্য সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিমান সংস্থাকে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনের অনুমতি প্রদান করেছে। ফলে আকাশ পথে যাত্রীদের ভ্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে, বিভিন্ন বিমান সংস্থা লাভজনক হচ্ছে এবং সরকার এখাত থেকে প্রচুর রাজস্ব পাচ্ছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ছাড়াও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার মাদাম নরলিন ওথমেন, এয়ার এশিয়ার প্রধান নির্বাহী আইরিন ওমর, টোটাল এয়ার সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদি আব্দুল্লাহ প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top