১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

S M Ashraful Azom
বাংলাদেশ প্রাইজবন্ডের ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৮০তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহা. আনিছুর রহমানের সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এবারে সকল সিরিজের ০৫২৩৭০৫ নম্বর প্রথম এবং ০০৯৩৫৬৮ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৪২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।
 
প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন। এবারের ড্র’তে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৪২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট এক হাজার ৯৩২টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগের ড্রতে ৩৯টি সিরিজের এক হাজার ৮৪০টি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেয়া হয়ে থাকে।
 
এবারের তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর দুটি হলো ০৫৪৩৩৮৪ ও ০৯২৯২২৪, চতুর্থ পুরস্কার বিজয়ী ০০৮২৪০১ ও ০৩০০৬৮৭ এবং পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো ০০৩৪৪২১, ০২৪৩৩৮৩, ০৪৩৩৫৪৫, ০৫৭০৩৬০, ০৭৭৯৭০২, ০০৫৪৮৩৪, ০২৪৬৩২৩, ০৪৪৪৪৯৬, ০৫৭৫১৬১, ০৭৮১৫৬১, ০০৫৭৫২৯, ০২৯৪৭০৮, ০৪৪৬৯৯৪, ০৫৮৯৭৫৪, ০৭৮২৩৬৭, ০০৭২৪৩৪, ০৩০১৭৪৪, ০৪৫৭৮৬০, ০৫৯২৯১৪, ০৭৯১৬৮৭, ০০৭৪০৩২, ০৩১৮৬১২, ০৪৭০০৫০, ০৫৯৬৪৭৩, ০৮৫১৭৭০, ০১২৮২৮০, ০৩৯০৫২২, ০৪৭৮৬০০, ০৬২৫৩৮৬, ০৯৩১৮১১, ০২৩২২০৮, ০৪১৫৮৬০, ০৫৪২৯৬১, ০৭১১৭১৩, ০৯৬২৪০৫, ০২৩৫৬৫৭, ০৪২৩১৫৫,      ০৫৫৯১৯১,     ০৭৬৪৫১৯  ও ০৯৮৯২০৯।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top