কিংবদন্তী
অভিনয় শিল্পী হুমায়ুন ফরীদি ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর আগে তিনি উত্তম আকাশ পরিচালিত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’
ছবিতে অভিনয় করেন।
২০০৯
সালের ২৬ সেপ্টেম্বর মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার পর তার
মৃত্যু ও প্রযোজকের অনিচ্ছা ছবির ভবিষ্যতকে অনিশ্চয়তায় ফেলে দেয়। এরপর
পরিচালক তার নিজের ইচ্ছায় ছবিটির কাজ শেষ করেন এবং এখন সেন্সর শেষে মুক্তির
পালা।
আগামী
সপ্তাহে সেন্সরে যাবে হুমায়ুন ফরীদি অভিনীত সর্বশেষ এ ছবিটি। মূলত
নীতিবোধের কারণে জমিদারের পরাজয়ের গল্প নিয়েই ছবির কাহিনি। এই ছবিতে জমিদার
চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি। ছবিতে আরও অভিনয় করেছেন আমিন খান,
সিলভী, প্রবীর মিত্র, নাসরিন ও কাবিলা।