
কণ্ঠশিল্পী কনা ও লিজা বাংলা, হিন্দি ও শ্রীলঙ্কান ভাষায় গান করছেন। ইতিমধ্যেই তারা বাংলা ভাষায় দুটি গান রেকর্ড করছেন। শিগগিরই হিন্দি ও শ্রীলঙ্কান ভাষাতে এর রূপান্তর করা হবে বলে জানান তারা।
কনার গাওয়া ‘এঁকেছি তোমাকে মনের সুখ তুলিতে’ ও লিজার কণ্ঠে ধারণকৃত ‘মিছি মিছি ডেকে যাও’ শিরোনামে গান দুটির কথা লিখেছেন শাহান কাবন্ধ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শ্রীলঙ্কার সঙ্গীত পরিচালক ইরাজ। একটি মিশ্র অ্যালবামে গানগুলো স্থান পাবে।
এটি তিন দেশে একসঙ্গে প্রকাশিত হবে। লিজা ও কনার পাশাপাশি অ্যালবামে আরও গেয়েছেন আসিফ আকবর।
কনা বলেন, ‘এটি একটি ভিন্ন রকমের আয়োজন। একসঙ্গে তিন দেশের শ্রোতাদের কাছে আমার গান পৌঁছে যাবে ভাবতেই ভালো লাগছে।’
লিজা বলেন, ‘তিন ভাষায় এবারই প্রথম গান প্রকাশ করছি। আশা করছি, গানটি তিন দেশের শ্রোতাদের কাছেই ভালো লাগবে।’