দাসিয়ারছড়ায় সংঘর্ষে আহত ১০

S M Ashraful Azom
বাংলাদেশের নাগরিক হওয়ার ৩৬ ঘন্টা পার হতে না হতেই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা দাসিয়ার ছড়ায় ছিটমহলে জমির দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ছিটমহলের যে জমিটিতে প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের স্তম্ভ তৈরি হয়েছে সেই জমিটি স্ট্যাম্প মূলে ক্রয়সূত্রে দীর্ঘদিন থেকে সিরাজুল ইসলাম সিরাজ ভোগ দখল করে আসছেন। তিনি জমিটি মৃত আঃ আউয়ালের কাছ থেকে কিনেছিলেন। সম্প্রতি ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হওয়ার পর মৃত আঃ আউয়ালের পুত্র ওবায়দুল হক ও আঃ হাই ওই জমির মালিকানা দাবি করেন। গতকাল এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। এদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ফুলবাড়ী থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top