যুক্তরাষ্ট্রে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আমেরিকাতে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০০৬ সাল থেকে হয়ে আসছে ‘ডাইভারসিটি কাপ ক্রিকেট’ টুর্নামেন্ট। এবার মোট নয়টি দল তিন গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নিবে। আশরাফুলের দল হলো বাংলাদেশ টাইগার্স। আইসিসি স্বীকৃত নয় বলে ২০ ওভারের এ টুর্নামেন্ট খেলতে বাঁধা নেই আশরাফুলের।
বাংলাদেশ টাইগার্স দলে বাংলাদেশ থেকে আরো যারা খেলতে গেছেন তারা হলেন, নাদিফ চৌধুরী, ইলিয়াস সানি, সাদ্দাম হোসেন ও তাপশ বৈশ্য। ২০ জনের দলের বাকিরা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশীরা।