বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া ১১১টি ছিটমহল এলাকায় শিগগিরই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।
শনিবার সকালে সারাদেশের মহাব্যবস্থাপকদের নিয়ে বিআরইবির সম্মেলনে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এ কথা জানান।রাজধানীর খিলক্ষেতে বিআরইবির প্রধান কার্যালয়ে শনিবার থেকে দুই দিনের এ সম্মেলন শুরু হয়েছে।
শনিবার সকালে সারাদেশের মহাব্যবস্থাপকদের নিয়ে বিআরইবির সম্মেলনে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এ কথা জানান।রাজধানীর খিলক্ষেতে বিআরইবির প্রধান কার্যালয়ে শনিবার থেকে দুই দিনের এ সম্মেলন শুরু হয়েছে।
ছিটমহলের বাসিন্দাদের দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের নির্দেশ দিয়েছেন বিআরইবির চেয়ারম্যান। ছিটমহলের ওই পরিবারগুলোকে বিদ্যুৎ সংযোগ দিতে প্রায় ১৫০ কিলোমিটার নতুন লাইন করতে হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তির পর গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে থাকা ১৬২টি ছিটমহল। ভারতের ভেতর ৫১টি বাংলাদেশি ছিটমহল সেই দেশের ভূখন্ডের সঙ্গে এবং বাংলাদেশের ভেতর ১১১টি ভারতীয় ছিটমহল এদেশের মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে ভারতীয় ছিটমহলগুলোর ৩৬ হাজারেরও বেশি বাসিন্দা বাংলাদেশের নাগরিকে পরিণত হয়েছেন।