‘জাতিসংঘে’র পুরস্কার নিচ্ছেন না এরশাদ যুক্তরাষ্ট্র সফর বাতিল

S M Ashraful Azom
সামরিক শাসক থেকে রাষ্ট্রপতি, গণআন্দোলনে পতনের পরেও কারাবন্দি অবস্থায় একাধিক আসনে ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত, বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়া এবং এখনও দাপটের সঙ্গে রাজনীতিতে টিকে থাকার জন্য জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে ‘জাতিসংঘ’ একটি পুরস্কার দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এই পুরস্কার গ্রহণ করতে এরশাদের আজ রবিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ওই পুরস্কারের সঙ্গে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। এমনকি ওই পুরস্কার নেয়ার জন্য এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অর্থ দিতে হবে। এই খবর জানার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন এরশাদ। তবে জাপার সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া গতকাল শনিবার ইত্তেফাককে জানান, এরশাদ অসুস্থ, তাই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। পুরস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: ‘পুরস্কার চলে আসবে’।
 
জানা গেছে, ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’ নামের নিউইয়র্কভিত্তিক একটি সংস্থা এবছর তাদের ‘গ্লোবাল অফিসিয়ালস অব ডিগনিটি’ (গড) অ্যাওয়ার্ডস-এর জন্য বিভিন্ন দেশের ২৪ জনের সঙ্গে এরশাদকেও বেছে নিয়েছে। ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অন ইউনিভার্সাল কারেজ অ্যান্ড হিরোইজম’  ক্যাটাগরিতে এবার এরশাদকে এই সম্মাননা দেয়ার কথা জানানো হয়েছে। আগামী ৫ থেকে ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনদিনব্যাপী সম্মেলনে এ সম্মাননা দেয়ার কথাও জানানো হয়েছিল এরশাদকে। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’র বিভিন্ন প্রকল্পের তহবিলের একটি বড় অংশ সংগ্রহ করা হয় বলেও জানানো হয়। এবারের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তিনদিনের জন্য মাথাপিছু দুই হাজার ডলার করে দিতে হবে। আর শুধু পুরস্কার বিতরণের দিন উপস্থিত হলে দিতে হবে এক হাজার ডলার করে।
 
এরশাদের জাপা থেকে এ পুরস্কারকে ‘জাতিসংঘের পুরস্কার’ বলে প্রচারণা চালানো হলেও জাতিসংঘ মহাসচিবের সচিবালয়ের কর্মকর্তারা এরইমধ্যে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে জাতিসংঘের  কোনো সম্পর্ক নেই। ত্রিনিদাদ মিশন এ আয়োজনে সার্বিক সহায়তা দিচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তার উপস্থিত থাকার সম্ভাবনা কম। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে মোমেনও জানিয়েছেন, এক হাজার ডলার ফি দিয়ে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না।
 
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্
 
এদিকে, বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল সাক্ষাত্ করেছেন এরশাদ। তার সঙ্গে জাপা মহাসচিব  জিয়াউদ্দিন আহমেদ বাবলুও ছিলেন। বিকাল সোয়া ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তারা বঙ্গভবনে ছিলেন।  রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইত্তেফাককে জানান, এটি একটি সৌজন্য সাক্ষাত্ ছিল।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top