মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম মো: তারেক হাসান (২২)। শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে বালুয়াকান্দি বাসস্টেন্ড এলাকায় তিনি মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাসের চাপায় নিহত হন। মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিল্লব বিজয় তালুকদার জানান, নিহত তারেক হাসান পুলিশ সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু সে কোথায় কর্মরত তা তাতক্ষণিক জানা যায় নি। নিহত পুলিশ সদস্য মোটরসাইকেল করে রাস্তা পারাপার হচ্ছিল। তার মধ্যে চট্টগ্রামগামী একটি লোকাল বাস তাদের চাপা দিয়ে চলে যায়।