জামালপুরের বকশীগঞ্জে পুলিশ ও এনজিও কর্মীদের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী আঙ্গুরী খাতুন (১৩)। আঙ্গুরী খাতুন আইরামারী মহিলা দাখিল মাদ্রসার ছাত্রী। সে সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিম পাড়া গ্রামের যদু মিয়ার কন্যা।
জানা গেছে, ঝালরচর পশ্চিম পাড়া গ্রামের যদু মিয়ার কন্যা আঙ্গুরী খাতুনের সঙ্গে একই গ্রামের আবুল কালামের ছেলে এরশাদের (২০) বিয়ে ঠিক হয়। শনিবার রাতে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হলে খবর পেয়ে থানা পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়ে আলোচনা করে বাল্যবিয়েটি বন্ধ দেন। এসময় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও হাসনা বেগম , মানবাধিকার কর্মসূচির প্রতিনিধি মানিক মিয়া উপসি'ত ছিলেন।
জানা গেছে, ঝালরচর পশ্চিম পাড়া গ্রামের যদু মিয়ার কন্যা আঙ্গুরী খাতুনের সঙ্গে একই গ্রামের আবুল কালামের ছেলে এরশাদের (২০) বিয়ে ঠিক হয়। শনিবার রাতে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হলে খবর পেয়ে থানা পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়ে আলোচনা করে বাল্যবিয়েটি বন্ধ দেন। এসময় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও হাসনা বেগম , মানবাধিকার কর্মসূচির প্রতিনিধি মানিক মিয়া উপসি'ত ছিলেন।