চলচ্চিত্রে হুমায়ূন-জাফর ইকবালের বাবা

S M Ashraful Azom


নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ মুহম্মদ জাফর ইকবালের বাবা শহীদ মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদের জীবনের কিছু অংশ দেখা যাবে সিনেমার পর্দায়।আমার বাবানামের চলচ্চিত্রটি নির্মাণ করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা আশুতোষ সুজন
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদেরআমার বাবার জুতাশিরোনামের একটি ফিচার তার মা আয়েশা ফয়েজের লেখাজীবন যেখানে যেমনবই থেকে অনুপ্রাণিত হয়েই লেখা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। এর সঙ্গে সমকালীন অনেক বিষয়ও যুক্ত হবে বলে জানান নির্মাতা।
বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের অনুদানে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন মৌসুমী। আগামী আগস্ট পিরোজপুরে সিনেমাটির দৃশ্যধারণ হবে। এরপর সেপ্টেম্বর মাস থেকে টানা দৃশ্যধারণ হবে বলে জানান আশুতোষ সুজন
গুণী এই নির্মাতা শুক্রবার সকালে বলেন, ‘সিনেমাটিতে মৌসুমী অভিনয় করছেন। এটা চূড়ান্ত হয়েছে। আগামী আগস্ট পিরোজপুরে দৃশ্যধারণ শুরু করছি। সেখানে মৌসুমীকে নিয়ে বৃষ্টিতে একটি দৃশ্যধারণ করব। এরপর ঢাকায় ফিরে অন্য শিল্পীদের ব্যপারে চূড়ান্ত করব। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই মুক্তি পাবে সিনেমাটি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top