দর্শকপ্রিয় অভিনেতা ও নাট্যনির্মাতা মীর সাব্বিরের বাবা মীর মাহবুবুল আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মীর সাব্বিরের বাবার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। মীর সাব্বির তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
গত ২৯ জুলাই মীর সাব্বিরের বাবা স্ট্রোক করলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বাদ জুমা রাজধানীর সাইন্সল্যাব মসজিদে প্রথম নামাজে জানাজার পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বরগুনায়। শনিবারে সকালে বরগুনায় দ্বিতীয় নামাজে জানাজা ও বরিশালে বাদ জোহর তৃতীয় নামাজে জানাজার পর গোরস্থান রোডে পারিবারিক কবরস্থানে মীর সাব্বিরের দাদার কবরে তার বাবাকে দাফন করা হবে।