প্রতিটি দেশে শিল্পী অনেক জন্মে। কিন্তু সমান প্রতিভার বহুমুখীতা থাকে না সবার। আমাদের দেশে বিপাশা হায়াত সেই বিরল গুণের একজন। বিপাশা হায়াতের প্রায় মাসব্যাপী একটি চিত্রকলা প্রদর্শনী নিয়ে আসছে বেঙ্গল আর্ট লাউঞ্জ। তা-ও একক!
৮ আগস্ট থেকে শুরু হয়ে এটি চলবে ২৯ আগস্ট পর্যন্ত। নাম রাখা হয়েছে ‘রেলমস অব মেমোরি’ (স্মৃতির রাজত্ব)। ভুলে যাওয়া স্মৃতিগুলোর লুকানো আবেগকেই বিপাশা তুলে এনেছেন তার আঁকা এ ছবিগুলোতে।
আগামী ৮ আগস্ট সন্ধ্যা ৬টায় গুলশান এভিনিউয়ের বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনীটির উদ্বোধন হবে। বিপাশার আঁকা ছবিগুলো দেখা যাবে প্রদর্শনী চলাকালীন দিনগুলোতে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
৮ আগস্ট থেকে শুরু হয়ে এটি চলবে ২৯ আগস্ট পর্যন্ত। নাম রাখা হয়েছে ‘রেলমস অব মেমোরি’ (স্মৃতির রাজত্ব)। ভুলে যাওয়া স্মৃতিগুলোর লুকানো আবেগকেই বিপাশা তুলে এনেছেন তার আঁকা এ ছবিগুলোতে।
আগামী ৮ আগস্ট সন্ধ্যা ৬টায় গুলশান এভিনিউয়ের বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনীটির উদ্বোধন হবে। বিপাশার আঁকা ছবিগুলো দেখা যাবে প্রদর্শনী চলাকালীন দিনগুলোতে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।