সন্তানের জন্য সংসার ভাঙলেন ব্রিটনি

S M Ashraful Azom
দাম্পত্যের অন্যতম সংবেদনশীল প্রশ্নেই কি শেষ পর্যন্ত ভেঙে গেল ব্রিটনি স্পিয়ার্সের সংসার? কান পাতলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে হলিউডে। প্রোডিউসার চার্লি এবেরসলের সঙ্গে ‘পারফিউম’ তারকা ব্রিটনির বিচ্ছেদ হয়ে গিয়েছে। কারণ হিসেবে উঠে আসছে সন্তান-প্রসঙ্গ। জানা গিয়েছে, ব্রিটনি ফের মা হতে চেয়েছিলেন। কিন্তু ব্রিটনির সে ইচ্ছায় সায় দেননি চার্লি। ব্রিটনির দুই সন্তান রয়েছে। যাদের বাবা ব্রিটনির প্রাক্তন স্বামী কেভিন ফেডেরলাইন। তবে বর্তমান সঙ্গী, চার্লির সঙ্গেও সন্তানসুখ ভাগ করে নিতে চেয়েছিলেন ব্রিটনি। চেয়েছিলেন বড় এবং সুখী পরিবার। কিন্তু চার্লি অগ্রাধিকার দিয়েছেন ক্যারিয়ারকে। তার বক্তব্যমতে, তিনি এবং ব্রিটনি- দুজনেই এখন ক্যারিয়ারের মধ্যগগনে। এমনকি, তিনি ব্রিটনিকে জানিয়ে দেন, সন্তানগ্রহণের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাদের সম্পর্কে আদৌ কখনও আসবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। দু’জনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এর পর আর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কোনও অর্থ খুঁজে পাননি ব্রিটনি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top