শাহজালালে ১২টি স্বর্ণের বারসহ আটক ১

S M Ashraful Azom
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ আবদুল হাকিম (৩২) নামে সৌদি আরব থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোস্তফা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে সৌদি এয়ার লাইনের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আবদুল হাকিম। মোস্তফা জামাল জানান, আবদুল হাকিম তার লাগেজটি সংশ্লিষ্ট বিভাগ লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে বিকালে নিয়ে যাচ্ছিলেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল স্ক্যান করার সময় তার ট্রলির ভেতর থেকে ৭০ লাখ টাকা মূল্যের ১৪শ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আবদুল হাকিমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top