পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার বিষয়ে আশাবাদী জয়সুরিয়া

S M Ashraful Azom
পাকিস্তানে আবারো আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রীলংকা জাতীয় দলের সাবেক অধিনায়ক সনত জয়সুরিয়া। সন্ত্রাসে জর্জরিত দেশটিতে অনেক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জয়সুরিয়া বলেন, দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হচ্ছে।

পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার চলমান সিরিজে একটি স্পোর্টস টিভি চ্যানেলের এনালিস্ট হিসেবে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন ৪৬ বছর বয়সী সাবেক এ তারকা খেলোয়াড়। গত ডিসেম্বরে তালেবান বন্দুকধারীরা সেনা পরিচালিত একটি স্কুলে হামলা করলে অধিকাংশ স্কুল ছাত্র-ছাত্রীসহ মোট ১৫৪ ব্যক্তি নিহত হয়। উল্লেখিত স্কুলটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানে ক্রিকেট ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

১১০ টেস্ট ও ৪৪৫টি ওয়ানডে ম্যাচ খেলে চার বছর আগে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানা জয়সুরিয়া বলেন, তার বিশ্বাস পাকিস্তান অনেক বেশি নিরাপদ স্থান।
তিনি বলেন, ‘পাকিস্তান একটি শান্তি প্রিয় দেশ এবং এখানকার জনগন শান্তির পক্ষে।’ ‘এখানে দুঃশ্চিন্তার কিছু নেই এবং এখানে জীবনযাত্রা এখন স্বাভাবিক। অতএব ভবিষ্যতে পাকিস্তানে অনেক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আমি আশা করছি।’

লাহোরে ২০০৯ সালে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত পাকিস্তানে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। চলতি বছর মে-জুনে সফরে এসে জিম্বাবুয়ে ক্রিকেট দল দুটি টি-২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলে দেশটিতে ছয় বছরের বন্ধ্যাত্ব কাটায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামী বছর শ্রীলংকা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে সফরে রাজি করানোর চেষ্টা করছে তারা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top