তুরস্কের বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের হামলায় দুই পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা শুক্রবার এ খবর দিয়েছে।
আদানা প্রদেশের গভর্নর মুস্তফা বাইয়ুক জানান, পিকেকে যোদ্ধারা পোজান্তি শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য এবং দুই হামলাকারী নিহত হন।
অপরদিকে, পূর্বাঞ্চলীয় কার্স রাজ্যে রেল শ্রমিকদের ওপর গুলি চালালে এক শ্রমিক নিহত হন। রাজ্যের উপ-গভর্নর আদেম উনাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উভয় হামলার সময় উল্লেখ করা হয়নি খবরে।
প্রসঙ্গত, সম্প্রতি পিকেকের হামলায় কয়েকজন তুর্কি পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার প্রেক্ষাপটে পিকেকেবিরোধী অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে হামলা অব্যাহত রেখেছে পিকেকে যোদ্ধারা। ফলে ২০১২ সালে দুই পক্ষের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।