বিএনপি ভুল বুঝতে পেরেছে : সৈয়দ আশরাফ

S M Ashraful Azom


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি ভুল বুঝতে পেরে তত্ত্বাবধায়ক ইস্যু থেকে সরে এসেছে। তবে আগামী নির্বাচনে না এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর ভুল করবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি
রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার দুপুরে যুবলীগের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষেবাঙালী হৃদয়ের ফ্রেমে জাতির পিতানামের ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ভুল বুঝতে পেরে তত্ত্বাবধায়ক ইস্যু থেকে সরে এসেছে। আগামী নির্বাচন সংবিধান অনুসারে বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু হবে।
গতবারের নির্বাচনী প্রক্রিয়ায় আসার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছিল বলেও সময় উল্লেখ করেন সৈয়দ আশরাফ
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আশা করি বিএনপি নেত্রী খালেদা জিয়া আর ভুল করবেন না।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন সৈয়দ আশরাফ।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ যুবলীগের কেন্দ্রীয় বিভিন্ন শাখার নেতারা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top