আজ রবিবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় অংশ নেবে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ ও ইবতেদায়ী সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন অংশ নেবে। গতবছর প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন।
আজ প্রাথমিক সমাপনীতে ও ইবতেদায়ী সমাপনীতে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।
সারাদেশে ৭ হাজার ৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

