সাকার ফাঁসি কার্যকর

S M Ashraful Azom

2015_11_20_14_49_58_qfXrCoo95kyErjXCVmQgrlc5DPq5e7_original

অনলাইন প্রতিবেদক : ৭১ এর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ফাঁসির অপেক্ষায় থাকা দুই যুদ্ধাপরাধীর মধ্য থেকে প্রথমে কার্যকর করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি। রাত পৌনে ১টার দিকে সাকা চৌধুরীরর ফাঁসি কার্যকর করা হয়। কারাগারের সামনে রায় কার্যকর হওয়ার পরপরই জনতা মিষ্টি বিতরণ করছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top