ঢাকায় মেট্রো রেল নির্মাণে সহায়তা দিবে জাপান

S M Ashraful Azom
ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল, পাতাল রেল ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস রেল নির্মাণে জাপান সরকার সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। টোকিওতে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে, জাপানের অর্থ-বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী ইয়োশি মিয়াজাওয়া , পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিজি কিহারা এবং জাপান বহির্বাণিজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠককালে জাপান সরকারের পক্ষে এ আগ্রহের কথা জানানো হয়।
 
বৃহস্পতিবারের ওই বৈঠকে মুস্তফা কামাল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকারের অবদান তুলে ধরে বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন খাতে জাপান বাংলাদেশকে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে। যা দেশের আর্থ- সামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করছে। এ জন্য তিনি জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অতিরিক্ত ৫ বিলিয়ন ঋণ সহায়তা প্রদানে জাপান সরকারের প্রতিশ্রুতির উল্লেখ করে বলেন , জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
 
ইয়োশি মিয়েজাওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনের সময় জাপানের অনুকূলে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের জন্য বাংলাদেশর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন কলকারখানার স্থান পরিবর্তনের ক্ষেত্রে জাপানের উদ্যোক্তারা বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
 
রাজধানী ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল ও পাতাল রেল নির্মাণে পরিকল্পনা মন্ত্রীর প্রস্তাবকে সময়োচিত প্রস্তাব হিসেবে উল্লেখ করে নেতৃবৃন্দ এ বিষয়ে একটি চূড়ান্ত প্রস্তাবনা পেশ করার অনুরোধ জানান। -বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top