‘আইএস, তালেবান, হরকাতুল জিহাদ ভিন্ন নামে হলেও সবাই এক। বিভিন্ন দেশে তারা ভিন্ন নামে জঙ্গিবাদ চালাতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে দেশ মাতৃকার সেবার জন্য প্রস্তুত থাকতে হবে।’
রবিবার বিকাল চারটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের মাঠে আয়োজিত হল শাখা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এ অভিমত ব্যক্ত করেন।
খায়রুজ্জামান লিটন আরো বলেন, ‘খালেদা জিয়া মানুষ পুড়িয়ে দেশকে আবারো অস্থিতিশীল করার জন্য লন্ডন থেকে চলে এসেছেন। কিন্তু তার সে আশায় গুড়েবালি। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হতে দেব না। এ বিশ্ববিদ্যালয় আর জামায়াত-শিবিরের ঘাটি নয় এটা এখন ছাত্রলীগের ঘাটি।’
এ সময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নেতৃত্ব বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দিতে উপাচার্য ও উপউপাচার্যের প্রতি আহ্বান জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাকা-মুজাহিদ দম্ভ করে গাড়িতে জাতীয় পতাকা তুলেছিলেন। তাদের সে দম্ভ শেষ হয়ে গেছে। তারা যুদ্ধাপরাধের কথা স্বীকার করে প্রাণভিক্ষা চেয়েছেন।’
রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা সম্মেলনের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর ইসলাম। সঞ্চালনা করেন ওই হলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, জেলা মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইদুল ইসলাম রুবেল বক্তব্য রাখেন।

