অ্যাটর্নি জেনারেলের আশা প্রকাশ

S M Ashraful Azom
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম আশা প্রকাশ করে বলেছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিল শুনানি শেষ হবে। তিনি বলেন, এই মামলার আপিলে আসামিপক্ষের বক্তব্যের পরে রাষ্ট্রপক্ষে আমি বক্তব্য উপস্থাপন করব। এতে খুব বেশি সময় নেব না। তাতে শেষ না হলে শীতকালীন অবকাশের পরে শুনানি শেষ হবে। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
 
অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রকাশ পেলে এর বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করবে রাষ্ট্রপক্ষ। তিনি বলেন, সাঈদীর মামলায় তিনটি রায় হয়েছে। তিনজন বিচারপতি সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন, একজন বিচারপতি মৃত্যুদণ্ড এবং আরেকজন বিচারপতি তাকে খালাস দিয়েছেন। সব রায় লেখা শেষ হলে তা একসঙ্গে প্রকাশিত হবে। রায় প্রকাশিত হওয়ার পর পরই এর বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা হবে।
 
অ্যাটর্নি জেনারেল বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরের মধ্য দিয়ে একটি বিষয় প্রতিষ্ঠিত হয়ে গেল যে, ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। একদিন না একদিন তার বিচার হবেই। তিনি বলেন, আমার মনে হয়, এই সরকার যদি ক্ষমতায় না থাকত, তাহলে যুদ্ধাপরাধের এই বিচারকাজ ও দণ্ড কার্যকর করাও হয়ত সম্ভব হত না। কাজেই যে কোনো একটা বিচারের ক্ষেত্রে রাজনৈতিক যে ক্ষমতা বা রাজনৈতিভাবে যারা ক্ষমতায় আছেন, তাদের চরিত্র কি রকম, সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। তিনি বলেন, আজকে সারা জাতি যেখানে স্বস্তির কথা বলছে, সেখানে একটি রাজনৈতিক দল যারা আগে ক্ষমতায় ছিল, তাদের নেতা-নেত্রীদের যে বক্তব্য, সেটা আমাদের খুব ব্যথিত করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top