রিপন রাজ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর সকাল বাজারে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
![]() |
| বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা! |
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা‑উল‑হুসনা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বগারচর স্কুল মোড় সকাল বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ ইউরিয়া ও ডিএপি সার অবৈধভাবে সংরক্ষণের প্রমাণ মেলে। সংশ্লিষ্ট ব্যবসায়ী যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫,০০০ টাকা জরিমানা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কৃষকদের জন্য সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অবৈধভাবে সার মজুদ করা সারগুলো সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি করার নির্দেশ দেন।
বগারচর ইউনিয়নের কৃষি উপসহকারী আরাফাত হোসেনের উপস্থিতিতে মজুদ করা সার গুলো প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হয় ।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, কেউ যাতে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি না করে, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বকশীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং: ২ জনকে ১ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জের ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনিয়ম: প্রশাসক নিয়োগ

নিবন্ধন-প্রতীক পাওয়ায় বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিল

বকশীগঞ্জে কোরবানীর মাংস পেলো এতিমখানাসহ হিজরা ও বেদে সম্প্রদায়

বকশীগঞ্জে ইন্টারনেটে জুয়া খেলার সময় যুবক আটক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।