সেবা ডেস্ক: গতকালের সকাল। সময় তখন সাড়ে ৯টা। উত্তরার একটি শুটিং বাড়িতে উপস্থিত নায়করাজ রাজ্জাক। উদ্দেশ্য প্রায় দুবছর পর তার অভিনয়ে ফেরা। এ ফেরাটা ঘটলো তারই ছোট ছেলে খালিদ হোসেন সম্রাটের নির্দেশনায় নির্মাণ চলতি ‘দায়ভার’ নামক একটি টেলিফিল্মে অভিনয়ের মধ্যদিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন ডলি জহুর, সম্রাট ও বাঁধন। আবারও অভিনয়ে ফেরা প্রসঙ্গে নায়করাজ বলেন, আল্লাহর রহমতে শরীর এখন বেশ ভালো। ডাক্তারের নির্দেশেই এখন আমি ঠিকমতো চলাফেরা করছি। সম্রাট এখন নির্মাণে বেশ ব্যস্ত হয়ে উঠেছে। তার কাজগুলোও খুব প্রশংসিত হচ্ছে। তার নতুন টেলিফিল্মের গল্প পড়ে আমার দারুণ ভালো লেগেছে বলে এতে কাজ করার লোভ সামলাতে পারিনি। তাই বেশ আগ্রহ নিয়ে কাজটি করছি। সবার কাছে দোয়া চাই যেন ভালোয় ভালোয় সুস্থ শরীরে কাজটি শেষ করতে পারি। সম্রাট বলেন, আব্বা অভিনয় করছেন আমার নির্দেশনায় এটা আমার সর্বোচ্চ ভালোলাগা। রানা জাকারিয়া রচিত ‘দায়ভার’ টেলিফিল্মটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
অভিনয়ে ফিরলেন নায়করাজ
নভেম্বর ১৬, ২০১৫
