কয়েকমাস আগেই রিলিজ পেয়েছে অ্যাডেলি’র ‘হ্যালো’ গানটি। অনেকদিন পর ভক্তরা তার নতুন গান পেয়ে তাই বেশ উত্তেজিত। কয়েকদিনের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে গানটি। তবে গানটির অ্যালবাম নিয়ে অপেক্ষায় ছিলেন শ্রোতারা। শেষ ‘২১’ শিরোনামে অ্যালবামের পর মাঝে অনেকদিনের বিরতিতে ছিলেন অ্যাডেলি। এরপর নতুন অ্যালবাম আসার কথা থাকলেও সময় পেরিয়ে যায় অনেকদিন। অবশেষে গতকাল রিলিজ পেয়েছে তার নতুন অ্যালবাম ‘২৫’। ‘হ্যালো’ গানটি এই অ্যালবামেরই। গানগুলো অ্যাডেলি লিখেছেন তার পঁচিশ বছর বয়সের সময়কার অভিজ্ঞতা নিয়ে। মোট ১১টি গান রয়েছে এই অ্যালবামটিতে।
অ্যালবামটি সিডি আকারে প্রকাশের আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় অ্যালবামের সবগুলো গান। তবে পুরো গান শুনতে হলে শ্রোতাদের অ্যালবাম থেকেই শুনতে হবে। কারণ অনলাইনে প্রকাশিত গানগুলো মাত্র দুই মিনিট করে। ব্রিটেন এক গণমাধ্যমের সংবাদে জানা যায়, লন্ডনের জুনো রেকর্ড স্টুডিও থেকে গানগুলো ফাঁস করা হয়েছে। তবে গানের লিংকগুলো এখন নেই। অনলাইন থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু তার আগেই ভক্তদের কাছে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে গানগুলো। এ প্রসঙ্গে অ্যাডেলি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খুব একটি চিন্তিত না। ভক্তরা পুরো গান শুনতে অবশ্যই চাইবেন। আর তার জন্য তাদের অ্যালবাম রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

