বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যে তরুণরা মাঠ মাতাবেন, তারাই পাচ্ছেন জাতীয় দলের জার্সি পরার সুযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বিপিএল’র সবচেয়ে বড় স্বার্থকতা দেখছেন এখানেই। পাশাপাশি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে এই টুর্নামেন্ট অবদান রাখবে বলে বিশ্বাস তার। কাল গাচ-গানে ভরপুর, আনন্দোজ্জ্বল এক সন্ধ্যায় তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি জানালেন এমনটাই।
দেশীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা শেষে মঞ্চে ওঠেন নাজমুল হাসান পাপন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘এদেশের ক্রিকেট প্রিয় মানুষের সমর্থন এবং ভালোবাসার কারণে বাংলাদেশে ক্রিকেট বিশ্বের মাঝে সম্মান আদায় করতে সক্ষম হয়েছে।’ দেশের ক্রিকেটের সুসময় এবং দুঃসময়ে খেলোয়াড়দের পাশে থেকে সমর্থন জানানোর জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান তিনি।
যাত্রা শুরুর পরে অর্থনৈতিক বিভিন্ন অনিয়মের কয়েক বারই থমকে যায় বিপিএলের পথচলা। এক বছর বিরতি শেষে আবারো মাঠে গড়াচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। এই প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ এক মঞ্চ হিসেবে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তার আগে এই বিপিএল ক্রিকেটারদের প্রস্তুতির জন্য অনেক কাজে দিবে। এখান থেকে কিছু খেলোয়াড় বের হয়ে আসবে, যারা আগামীর ক্রিকেটকে প্রতিনিধিতিত্ব করবে।’
বাংলাদেশ ক্রিকেট দল এখন ওয়ানডেতে সমীহ জাগানিয়া এক দলে পরিনত হলেও টি-টোয়েন্টিতে হয়নি সেটা। বিপিএল সেই সামর্থ্য অর্জনে বড় ভূমিকা পালন করবে বলে পাপনের আশাবাদ, ‘বাংলাদেশ ক্রিকেট দল এখন ওয়ানডেতে শক্তিশালী দলে পরিনত হয়েছে। আমাদের এখানে এসে বিদেশি কোন দলের পক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে যাওয়াটা কঠিন ব্যাপার। তবে টি-টোয়েন্টিতে কোথায় যেন একটা ছন্দপতন হচ্ছে। বিপিএল এক্ষেত্রে আমাদের সাহায্য করবে।’
পাপনের বক্তব্যের পর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। এরপর পর মঞ্চে ডেকে নেয়া হয় ছয় দলের প্রতিনিধি খেলোয়াড়দের।
প্রথমে আসেন বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর একে একে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সিলেট সুপার স্টারের মুশফিকুর রহিম, চট্টগ্রাম ভাইকিংসের তামিম ইকবাল, ঢাকা ডায়নামাইটসের নাসির হোসেন এবং রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্টে থাকায় দলের প্রতিনিধি হিসেবে মঞ্চে আসেন সৌম্য সরকার।

