‘নাট্যকর্মী দিচ্ছে ডাক, বন্দি মানবতা মুক্তি পাক’ এ শ্লোগানকে সামনে রেখে রোববার বিকাল থেকে জয়পুরহাটে দুদিনব্যাপী ‘মানবাধিকার নাট্য উৎসব ১৫’ শুরু হয়েছে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক , নাট্যজন ড. আমির জামান শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত দুদিনব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করেন।
অশুভ শক্তির বিনাশে অশুভর প্রতিকৃতিতে অগ্নি সংযোগ করার মাধ্যমে নাট্য উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি রাজা চৌধুরী দুদিনব্যাপী এই নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
জেলা মানবাধিকার নাট্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ সেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব কমিটির সদস্য সচিব উৎপল মণ্ডল। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ৯ম নাট্য উৎসবে জেলার ৬ টি শাখা সংগঠন অংশগ্রহণ করেছে।
জয়পুরহাটের প্রবীণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সংগ্রামী মির শহীদ মণ্ডলকে নাট্যউৎসবে গুণীজন সন্মাননা প্রদান করা হয় ৯ম মানবাধিকার নাট্য উৎসবের পক্ষ থেকে। এর আগে নাট্য কর্মীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
প্রথম দিন চোরাগোপ্তা হত্যা ও ধর্মান্ধতা নিয়ে রচিত নাটক ’চাপাতি রাষ্ট্র’, রাজনৈতিক সহিংসতা নিয়ে নাটক ’ভাগফল শূন্য’, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার বেহাল দশা নিয়ে ’ ক্লিনিকের রঙতামাশা’ এবং শিশু নির্যাতন ও হত্যা নিয়ে নাটক ’নিষ্পাপের মৃত্যু’ মঞ্চস্থ হয়। বিপুল সংখ্যক দর্শক নাটক গুলো উপভোগ করেন।

