সেবা ডেস্ক: ত্র’য়োদশ জাতী’য় নির্বাচন সামনে রেখে দেশের আর্থিক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা দেখা দি’য়েছে।
![]() |
| নির্বাচন ঘিরে হুন্ডির দৌরাত্ম্য বাড়ছে, সতর্ক কেন্দ্রীয় ব্যাংক |
বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চ’য়তা ঘিরে হুন্ডি ব্যবসা ও জালনোটের প্রবাহ আবারও সক্রি’য় হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, বৈধ পথে রেমিটেন্স পাঠানো এখন আগের তুলনা’য় অনেক বেশি আকর্ষণী’য় এবং ব্যাংকগুলোও সতর্ক অবস্থানে র’য়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই রেমিটেন্স এসেছে ১০ বিলি’য়ন ডলারেরও বেশি যা আগের বছরের তুলনা’য় উল্লেখযোগ্য বৃদ্ধি। বৈধ পথে প্রবাসী আ’য় বাড়ার কারণে হুন্ডি ব্যবসা অনেকটা কমে গি’য়েছিল। ডলার বাজারের কৃত্রিম সংকটও কিছুটা শিথিল হ’য়েছিল। কিন্তু সম্প্রতি আবারও কিছু এলাকা’য় হুন্ডির দৌরাত্ম্য বাড়ার খবর পাও’য়া যাচ্ছে, যা বৈধ রেমিটেন্স প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে।
বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী বিষ’য়টি গভীরভাবে নজরদারি করছে। নির্বাচন ঘিরে জালনোট ছড়ানোর আশঙ্কাও উড়ি’য়ে দেও’য়া যাচ্ছে না। কিছু মহল রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে বাজারে জালনোট ছড়ানোর চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষ’য়ে কেন্দ্রী’য় ব্যাংক, বিএসএম, ডিএফআই, এনএসআই, সিআইডিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হ’য়েছে। সেখানে হুন্ডি ও জালনোট রোধে সমন্বিত পদক্ষেপ নেও’য়ার সিদ্ধান্ত হ’য়।
বাংলাদেশ ব্যাংক সাধারণ জনগণকে আহ্বান জানি’য়েছে, ক্যাশ লেনদেন কমি’য়ে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা’য় অভ্যস্ত হতে। কেন্দ্রী’য় ব্যাংক মনে করে, এই পদ্ধতি শুধু নিরাপদ ন’য় বরং জালনোটের ঝুঁকি কমাতেও কার্যকর।
অর্থনীতিবিদ ও চেঞ্জ ইনিশি’য়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি জনকণ্ঠকে বলেন, নির্বাচনের সম’য় টাকার প্রচলন বাড়ে প্রার্থীরা অনেক সম’য় নগদ অর্থ ব্য’য়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছা’য়। তাই রেমিটেন্স বৈধ পথে আনতে, হুন্ডি চক্র দুর্বল করতে এবং জালনোট রোধে সরকার, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ এখন অপরিহার্য।
তিনি আরও বলেন, শুভ লক্ষণ হলো এখন ব্যাংক ও খোলাবাজারে ডলারের দাম প্রা’য় সমান। ফলে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহী হচ্ছেন। এই প্রবণতা ধরে রাখতে প্রচার বাড়াতে হবে এবং বড় অঙ্কের সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করার ওপর গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযা’য়ী, ২০২৪–২৫ অর্থবছরে জুলাই’য়ে রেমিটেন্স এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা আড়াই বিলি’য়ন ডলারের বেশি আ’য় পাঠি’য়েছেন।
মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছা’য় যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আ’য় দাঁড়া’য় ৩০.৩৩ বিলি’য়ন ডলার, যা আগের বছরের তুলনা’য় ২৬.৮ শতাংশ বেশি।
হুন্ডি বৃদ্ধি পেলে রেমিটেন্স ধরে রাখার কৌশল সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জনকণ্ঠকে বলেন, আমরা প্রবাসীদের সচেতন করতে কাজ করছি। ব্যাংকগুলোকেও প্র’য়োজনী’য় নির্দেশনা দেও’য়া হ’য়েছে। বৈধ পথে রেমিটেন্সের ডলারের দাম এখন স্থিতিশীল অবস্থা’য় আছে তাই হুন্ডির প্রসার তেমন বাড়বে না। তবে একেবারে হুন্ডি পুরোপুরি বন্ধ করা না গেলেও তা অনেকটাই কমে আসবে।
সম্প্রতি জালনোটের ঝুঁকি নি’য়ে আলোচনার পর বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে নজরদারি জোরদার করেছে। সীমান্তবর্তী অঞ্চল ও নগদ লেনদেনপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান ও মনিটরিং চলছে।
আরিফ হোসেন খান আরও জানান, জালনোট সম্পর্কিত তথ্য দ্রুত ভাগাভাগি ও পদক্ষেপ নিতে একটি সমন্বিত গ্রুপ গঠন করা হ’য়েছে। সীমান্ত, বাণিজ্যকেন্দ্র ও নগদ লেনদেনঘন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হ’য়েছে। বড় নোটের মাধ্যমে জালনোট আসার আশঙ্কা থাকা’য় সীমান্ত এলাকা’য় বিশেষ প্রচার চলছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযা’য়ী, জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনাবেচা’য় অবশ্যই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে লেনদেন নথিভুক্ত করার পরামর্শ দেও’য়া হ’য়েছে, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো যা’য়। ইনফরমাল বা হুন্ডি চ্যানেলে প্রাপ্ত অর্থ সরকারি রেকর্ডে না থাকলে তা ‘অবৈধ’ হিসেবে বিবেচিত হবে এই বিষ’য়ে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হ’য়েছে।
নির্বাচনকে ঘিরে অর্থনৈতিক স্বচ্ছতা ও স্থিতিশীলতা রক্ষা’য় বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। জনগণ ও প্রবাসীদের প্রতি আহ্বান বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন; এটি শুধু ব্যক্তিগত নিরাপত্তা ন’য়, জাতী’য় অর্থনীতির সুরক্ষারও নিশ্চ’য়তা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

নির্বাচন কমিশনের ২৩ কর্মকর্তাকে বদ’লি

নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২৫

গভীর শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী

সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হচ্ছে? বিশেষজ্ঞদের আশঙ্কা “অদৃশ্য বিপদ” নিয়ে!


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।