আজ মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক ও ট্রাক ইউনিয়ন নেতারা। অতিরিক্ত টোল আদায় ও পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাক ও বাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানিয়েছেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া।
বৈঠকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ, ফলিক মিয়াসহ শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন বলে জানান তিনি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।