আওয়ামী লীগের বিদ্রোহী ৬৯ প্রার্থী মাঠে সরব

S M Ashraful Azom
0

আওয়ামী লীগ থেকে বহিষ্কারের চিঠি হাতে পাওয়ার পরও আসন্ন পৌরসভা নির্বাচনে প্রচারণার মাঠে সরব রয়েছেন ৬৯ জন বিদ্রোহী মেয়র প্রার্থী। মনোনয়নবঞ্চিতরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিবার রাতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আগামী বৈঠকে ৬৯ বিদ্রোহীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের কথা রয়েছে। তবে দলের একটি সূত্র জানিয়েছে, বহিষ্কৃত বিদ্রোহীরা যদি প্রচারণার মাঠ থেকে এখনো সরে আসেন কিংবা আওয়ামী লীগের একক প্রার্থীর পক্ষে প্রচারণায় মাঠে কাজ করেন, তাহলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। অন্যথায় দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। ভবিষ্যতে আর কখনোই তাদের দলে নেয়া হবে না।
 
জানা গেছে, ১১২ পৌরসভা নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। একদিকে নিজ দলের ৬৯ বিদ্রোহী প্রার্থী, অন্যদিকে ১৪ দলীয় জোটের শরিক ৫টি দলের ৪৩ পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন। ১৪ দলীয় জোটের শরিক জাসদ ২৫টি, ওয়ার্কার্স পার্টি ৯টি, জাতীয় পার্টির (জেপি) ৬টি, ন্যাপ ও তরিকত ফেডারেশনের একজন করে মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১২ পৌরসভায় এই দু’দিক সামাল দিয়ে দলীয় প্রার্থী বিজয়ী করতে গলদঘর্মই হতে হচ্ছে আওয়ামী লীগকে। তবে আওয়ামী লীগ এখন প্রচারণাকে অগ্রাধিকার দিচ্ছে।
 
আজ থেকে প্রতীক নিয়ে প্রচারণার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট।
 
আওয়ামী লীগের ৬৯ বিদ্রোহী প্রার্থী যেসব পৌরসভায় রয়েছেন সেগুলো হলো, সাতক্ষীরার কলারোয়া, ফরিদপুরের বোয়ালমারী, নগরকান্দা, ময়মনসিংহের ফুলপুর, মুক্তাগাছা, ত্রিশাল, গৌরীপুর, ঠাকুরগাঁও সদর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, জীবননগর, গাজীপুরের শ্রীপুর, কিশোরগঞ্জের করিমপুর, হোসেনপুর, বাজিতপুর, শেরপুরের নলিতাবাড়ী, নকলা, নেত্রকোনার মদন, জামালপুরের দেওয়ানগঞ্জ, সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ, হবিগঞ্জের সদর, শায়েস্তাগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর, মুন্সীগঞ্জের মীরকাদিম, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বরিশালের বানারীপাড়া, বরগুনা সদর, বেতাগী, দিনাজপুরের ফুলবাড়ী, বিরামপুর, নীলফামারীর জলঢাকা, পাবনার চাটমোহর, সুজানগর, সাঁথিয়া, ভাঙ্গুড়া, ফরিদপুর, মানিকগঞ্জ সদর, সিরাজগঞ্জের শাহজাদপুর, কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, টাঙ্গাইলের সদর, ভূঁঞাপুর, কালিহাতী, গোপালপুর, চট্টগ্রামের সীতাকুন্ড, রাউজান, রাঙামাটি সদর, নোয়াখালীর হাতিয়া, বাগেরহাট সদর, নড়াইল সদর, কালিয়া, ঝিনাইদহের শৈলকুপা, কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামাড়া, কুমারখালী, খোকসা, রাজশাহীর দুর্গাপুর, চারঘাট, পুঠিয়া, নওহাটা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, জয়পুরহাটের আক্কেলপুর, বগুড়ার ধুনট, সারিয়াকান্দি ।
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগে এখন আর কেউ বিদ্রোহী নেই। রবিবার রাতেই সব বিদ্রোহীর দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top