
বিশ্বের সবচেয়ে প্রবীণ যুগল হিসেবে বিবেচিত এক ভারতীয় যুগল তাদের ৯০তম জন্মবার্ষীকি পালন করেছেন যুক্তরাজ্যে। কারাম (১১০) ও কারতারি চাঁদ (১০৩) ১৯২৫ সালের ১১ ডিসেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সেসময় ভারতে ব্রিটিশ শাসন চলছিল। বিয়ের ৪০ বছর পর তারা ইংল্যান্ডে চলে যান।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে কারাম বলেন, ‘এতো দীর্ঘ সময় ধরে দাম্পত্য জীবন যাপন করা ও বেঁচে থাকা ঈশ্বরের একটি আশীর্বাদ। জীবন ও বিয়ে হল সুখী হওয়ার জন্য। আর এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’।
এই যুগল বর্তমানে ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড এলাকায় বাস করেন। তাদের ৮টি ছেলে-মেয়ে, ২৭টি নাতি-নাতনি ও ২৩টি পুতি-পুতনি রয়েছে।
ওই দম্পতি বর্তমানে তাদের কনিষ্ঠ সন্তান পলের সঙ্গে বাস করেন। পলের সঙ্গে তার স্ত্রী ও চার সন্তানের দুইজনও থাকেন। পল তার বাবা-মার মতোই বিশ্বাস করেন, সুখী দাম্পত্য জীবনের চাবি-কাঠি হল কলহ-বিবাদে লিপ্ত না হওয়া।
পল বলেন, ‘দাম্পত্য জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র- সমঝোতা। আমি বিশ্বাস করি আমারা বাবা-মা এত দীর্ঘ দাম্পত্য জীবন পেয়েছেন কারণ তারা কখনো ঝগড়া করেননি এবং সুখী ও মানসিক চাপমুক্ত সম্পর্ক যাপন করেছেন। আমি কখনো তাদেরকে ঝগড়া করতে দেখিনি এবং পরস্পরের প্রতি রাগ করতেও দেখিনি। আমার বিশ্বাস দাম্পত্য জীবনে সুখী হওয়ার আসল রহস্য এটাই’।
কারাম ও কারতারি দম্পতি ১৯৬৫ সালে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড চলে যান। গত মাসে তারা সেখানে আত্মীয় স্বজন ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের উপস্থিতিতে এক যৌথ জন্মদিন পালন করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।