বগুড়ার কাহালু উপজেলার ফকিরপাড়া নামক গ্রামে মঙ্গলবার সকালে নিম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মাটি থেকে প্রায় ১৬ ফুট উঁচু ওই নিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে কাহালু থানায় খবর দেন। খবর পেয়ে কাহালু থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান ও এসআই নুরুল ইসলাম লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মাটি থেকে প্রায় ১৬ ফুট উঁচু ওই নিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে কাহালু থানায় খবর দেন। খবর পেয়ে কাহালু থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান ও এসআই নুরুল ইসলাম লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
কাহালু থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান জানান, ওই যুবকটি আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।