সেবা ডেস্ক: বাংলাদেশ এবং এশিয়ার সব টেক স্টার্ট-আপদের তথ্য-তত্ত্ব একই প্লাটফর্মে নিয়ে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার্টআপদের কন্টেন্ট এবং ইভেন্ট প্লাটফর্ম এসডি এশিয়া। এই 'স্টার্টআপ ডিরেক্টরি'র সবচেয়ে বড় সুবিধা হল- স্টার্টআপরা চাইলে নিজেরাই নিজেদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
এ বছর ডিসেম্বরের ১ তারিখ থেকে 'স্টার্টআপ ডিরেক্টরি'র বেটা ভার্সন চালু হয়েছে। তবে এরই মধ্যে ট্যাক্সিওয়ালা, টিকেট চাই, হ্যান্ডিমামার মত নতুনসব স্টার্টআপ নিজেদের প্রতিষ্ঠানকে ডিরেক্টরিতে অন্তর্ভুক্ত করেছে।
স্টার্টআপ ডিরেক্টরিতে আপনার টেক স্টার্টআপ অন্তর্ভুক্ত করতে পারেন খুব সহজেই। এ জন্য আপনাকে এসডি এশিয়ার সাইটে যেয়ে স্টার্টআপ সেকশনে যেতে হবে। আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে 'অ্যাড ইউর স্টার্টআপ' অপশনে ক্লিক করে, একটি গুগল ফর্ম পূরণ করলেই নিবন্ধন হয়ে যাবে স্টার্টআপটি।
'সাবমিট ইউর স্টার্টআপ প্রোফাইল' অপশনে যেয়ে ২৫০-৩০০ শব্দের মধ্যে আপনার স্টার্টআপটির সংক্ষিপ্ত প্রোফাইল লিখতে হবে। আপনার স্টার্টআপ প্রোফাইলকে আকর্ষণীয় করতে লিখতে পারেন,
-স্টার্টআপটির সংক্ষিপ্ত কাজের বিবরণ
-কিভাবে অনুপ্রাণিত হয়েছেন স্টার্টআপটি চালু করতে
-ব্যবহারকারীদের জন্য কি কি সুবিধা রয়েছে এবং
-স্টার্টআপটির বিভিন্ন অর্জন সম্পর্কে
স্টার্টআপটির তথ্য সাবমিশন করা হয়ে গেলে এসডি এশিয়া টিমই আপনার সঙ্গে যোগাযোগ করে ভেরিফাই করার কাজটি সম্পন্ন করবে। ভেরিফাই শেষ হলেই এসডি এশিয়া টিম প্রোফাইলটি স্টার্টআপ ডিরেক্টরিতে অন্তর্ভুক্ত করে দিবে। এরপর ‘সাবমিট’ অপশন ক্লিক করলেই এসডি এশিয়ার ডিরেক্টরিতে রয়ে যাবে আপনার স্টার্টআপটি।
'স্টার্টআপ ডিরেক্টরি'র যাত্রা শুরু সম্পর্কে এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা এবং সিইও মোস্তাফিজুর রাহমান খান জানান, 'বাংলাদেশের সব স্টার্টআপকে একই প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। এখন থেকে সব টেক স্টার্টআপকে এসডি এশিয়ার সাইট থেকে খুঁজে বের করা যাবে।'
ডিরেক্টরিতে শুধু স্টার্টআপটির প্রোফাইলই নয়, সেই সঙ্গে স্টার্টআপটি সম্পর্কিত আর্টিকেলগুলোও থাকবে। শুধু তাই নয়, স্টার্টআপটির প্রতিষ্ঠাতা চাইলে যে কোনো সময় তাদের তথ্য পরিবর্তন এবং সংযোজন-বিয়োজন করতে পারবেন। বাংলাদেশের টেক স্টার্টআপ কমিউনিটির সঙ্গে সংযুক্ত হতে http://sdasia.co/startup/ সাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে পারেন। এসডি এশিয়া।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।