মুক্তির কথা বিজয়ের গান

Unknown
0
সেবা ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে হানিফ সংকেতের বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন দেশের শীর্ষস্থানীয় ৪ জন সঙ্গীতশিল্পী। তারা হলেন রফিকুল আলম, এ্যান্ড্রু কিশোর, ফাহমিদা নবী ও এসআই টুটুল। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও বিজয় নিয়ে শিল্পীরা তাদের পছন্দের ও ভালোলাগা গান পরিবেশন করেছেন এই অনুষ্ঠানে। গান পরিবেশনের আগে বিজয় দিবস ও তাদের গান নিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন শিল্পীরা। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর নান্দনিক চিত্রায়ণ করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এমন একজন বীর মুক্তিযোদ্ধা সুলেমান আলী, যিনি ১৯৭১-এ সিলেটের হবিগঞ্জে সম্মুখযুদ্ধে লড়েছিলেন তার ওপর রয়েছে বিশেষ প্রতিবেদন। রয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার রাঙ্গিছড়া চা বাগানের সুদর্শন রবিদাশের ওপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনে সাহায্য করার উদ্দেশ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫০০টি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঠিক সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনে উদ্বুদ্ধ করেছেন। ফাগুন অডিও ভিশনের নির্মিত এই বিশেষ অনুষ্ঠানটির নির্দেশনা দিয়েছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। আর এই ‘মুক্তির কথা বিজয়ের গান’ অনুষ্ঠানটি আগামীকাল রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top