সেবা ডেস্ক: চট্টগ্রামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার একজন এএসআইসহ ২ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কোতোয়ালি থানার এএসআই মিজানুর রহমান এবং কনস্টেবল খান এ আলম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, চলতি বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার লাভ লেইন এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোতোয়ালি থানার একজন এএসআইসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠলে পুলিশ বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে এই ছিনতাইয়ের ঘটনা তদন্তে করে। পুলিশের তদন্তে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে স্বর্ণবার ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যাওয়ায় মঙ্গলবার দুপুরে দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।