
‘মহান ও গৌরবময় মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্দিজীবীদেরকে হত্যা করে। শহীদ বুদ্দিজীবীদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতিকে আগামী দিনে দেশ মাতৃকার জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রেরণা যোগাবে।'
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দলটির মহাসচিব শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে এ কথা বলেছেন।
সোমবার সকাল সাড়ে আটটায় দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সাড়ে নয়টায় রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে পূষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সেদিন যারা নিহত হয়েছিলেন তারা আমাদের জন্য দেশপ্রেম, আত্মোৎস্বর্গ ও আত্মত্যাগের সু-মহান বাণী রেখে গেছেন। কৃতজ্ঞ জাতি সেজন্য তাদের চিরকাল স্মরণ করবে।'

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।