তৃতীয় শিরোপার লক্ষ্যে জাপানে মেসিরা

S M Ashraful Azom

আগের সপ্তাহে দুই পয়েন্ট খোয়ালেও বার্সেলোনা এখনো মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে ভালোই সময় কাটাচ্ছে। বিশেষ করে দলটি জাপানে ক্লাব বিশ্বকাপ খেলতে এসে জানতে পারলো তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ লা লিগা হারের মুখে পড়েছে। আর এই সুখের অনুভূতি নিয়ে কাতালান জায়ান্টরা ছয় বছরের মধ্যে তৃতীয়বারের মতো বিশ্বকাপটি জয়ের লক্ষ্যে মাঠে নামছে।
বার্সেলোনা গত রবিবার স্পেন থেকে জাপানে এসে পৌঁছায়। যদিও ইউরোপীয়ান চ্যাম্পিয়ন হিসেবে ক্লাব বিশ্বকাপ খেলতে আসা বার্সেলোনা বৃহস্পতিবার চীনের গোয়াংঝু এভারগ্রেন্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে।
শুধু স্পেনের ক্লাবটিই নয়, জেরার্ড পিকে ও লিওনেল মেসির জন্যও এটা হবে তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের চেষ্টা। ২০০৯ ও ২০১১ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল বার্সেলোনা। শেষ চারের বাধা পেরোলে স্পানিশ চ্যাম্পিয়ন দলটি হয় দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রিভার প্লেট নয়তো স্বাগতিক দল সানফ্রেসে হিরোশিমার মুখোমুখি হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top