
'আমার শাশুড়ি মনে করেন আমি আর আমার স্বামী অনেক দেরি করে ফেলছি। এ বার আমাদের সন্তানের জন্য চিন্তাভাবনা করা উচিত। রোজ রোজ এই কথা শুনতে আর ভাল লাগে না।' সন্তান নেওয়ার বিষয়ে এমনটাই বললেন সানি লিওন কিছুদিন আগে তাকে তার শাশুড়ি অভিযোগ করে বলেছেন তিনি এবার নাতি নাতনির মুখ দেখতেই চান।
পাঁচ বছর হল বিয়ে হয়েছে সানি লিওনের। কিন্তু এখনও সন্তান নেই। যতই পেশাগত চাপের অজুহাত দিয়ে সন্তানের প্রসঙ্গ এড়িয়ে যান না কেন, পরিবারে নাকি এ নিয়ে সমস্যা শুরু হয়েছে। সানির শাশুড়ি যদিও বউমার এই অহেতুক যুক্তি শুনতে নারাজ।
সন্তানের মা কবে হচ্ছেন এমন প্রশ্নের উত্তরে সানি জানিয়েছেন, 'অবশ্যই মা হতে চাই। আমি আর ড্যানিয়েল দুজনেই সন্তানের প্ল্যান করছি। কিন্তু গলা পর্যন্ত কাজে ডুবে রয়েছি। সময় কোথায় বলুন?'

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।