বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার

S M Ashraful Azom
0
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। দুই শিফটে প্রায় ২৬ হাজার ৬শ’ পরীক্ষার্থীর অংশগ্রহণের এ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে এক হাজার ২শ’ আসনের বিপরীতে শনিবার ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা করে দুই শিফটে ভিন্ন দু’টি প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বারই প্রথম আবেদনকারী সব পরীক্ষার্থীই পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) জানা যাবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top