
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষায় বিনিয়োগ সেরা বিনিয়োগ। এ খাতে বিনিয়োগের মাধ্যমেই একটি দেশের দ্রুত উন্নয়ন সম্ভব।’
বৃহস্পতিবার ঢাকার লক্ষ্মীবাজারের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ ও প্রথম বর্ষ অনার্স শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
সোহরাওয়ার্দী কলেজসহ দেশের ৭০টি বড় সরকারি কলেজের অবকাঠামো নির্মাণে উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মতো যেসব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় জায়গার অভাব রয়েছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে সীমিত জায়গার মধ্যেই শিক্ষার্থীদের সবধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।