
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টই বদলে দিচ্ছে পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরের ভাগ্য। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, বাঁ-হাতি পেসার আমির তার সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে সকলকে কনভিন্স করেছেন যে জাতীয় দলে সুযোগ পাওয়াটা তার প্রাপ্য।
গাদ্দাফি স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের খান বলেন, ‘আমরা আমিরকে জাতীয় দলের জন্য বিবেচনা করছি। তবে আমরা তাকে ডাকব এবং তাকে ভদ্র ও নম্র ব্যবহারের জন্য গাইড করব।’
বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে এ পর্যন্ত ১১ উইকেট শিকার করা আমির সম্পর্কে খান বলেন, ‘আমরা আমিরকে বলব জনগণ তার ব্যবহার পর্যবেক্ষণ করবে। সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স খুবই ভাল হচ্ছে। সে জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে। তার ফেরার পথে সামান্য কিছু জটিলতা আছে । তবে তার জন্য আমরা একটা পথ বাতলে নেব। প্রধান নির্বাচক তাকে জাতীয় দলে রাখলে আমরা বোর্ড অফ গভর্নসকে অনুরোধ করব তার প্রতি ইতিবাচক হতে।’
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে সীমিত ওভারের সিরিজে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। ওয়ানডেতে পারলেও টি-২০তে হোয়াইটওয়াশ এড়াতে পারেনি ওয়াকার ইউনিসের শিষ্যরা। তবে পিসিবি চেয়ারম্যান প্রকাশ্যে কোচ ও নির্বাচকদের পক্ষেই কথা বলেছেন।
কোচ ওয়াকার ইউনিসও স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধাদেশ কাটানোর পর আমিরের জাতীয় দলে ফেরার পক্ষে।
গত জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পান আমির এবং গত সেপ্টেম্বরে নিষিদ্ধাদেশ উঠে যাওয়ার পর তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন।
বিপিএলে আমিরের পারফরমেন্সে উচ্ছ্বসিত ওয়াকার।
আমিরের ভবিষ্যত নিয়ে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে কোচ আরো বলেন, আমরা একই মত পোষণ করি।
আমির এখনো পিসিবির পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
২০১০ ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো বল করার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় তিন মাস জেলও খেটেছেন আমির। বাসস।
