
পঠানকোট বিমানঘাঁটিতে শনিবারের হামলায় এ পর্যন্ত সাতজন সেনা ও পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানঘাঁটিতে এখনো একজন জঙ্গি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে ঠিক কতোজন জঙ্গ আছে তা নিরুপণ করা যায়নি।
সূত্র জানিয়েছে, হামলাকারীরা ঘাঁটিতে দুই ভাগে বিভক্ত হয়ে প্রবেশ করার জোর সম্ভাবনা রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
হামলার আগে চার জঙ্গি পাঞ্জাবের এক পুলিশ কর্মকর্তার গাড়ি ছিনতাই করে। ঐ গাড়িটি হামলার পর বিমানঘাঁটির বাইরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আরো পাঁচ জঙ্গি আলাদাভাবে বিমানঘাঁটিতে প্রবেশ করে।
বিমানবাহিনী বলেছে, রাশিয়া নির্মিত যুদ্ধবিমান মিগ-২১ ও এমআই-৩৫ হেলিকপ্টার যেখানে রাখা আছে সেখানে আরো দুই জঙ্গি অবস্থান নিয়ে আছে। একজন জঙ্গি রবিবারের অভিযানে নিহত হয়েছে। তবে মৃতদেহ এখনো না পাওয়া যায়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।