সেবা ডেস্ক: কক্সবাজারে উখিয়া ও টেকনাফসহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা রোহিঙ্গা নাগরিকদের শুমারি কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ডাটাবেস তৈরি করতে ‘অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারি’ শীর্ষক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মান বজায় রেখে শুমারি পরিচালনার জন্য পরিসংখ্যান ব্যুরোকে দায়িত্ব দেয়া হয়েছে।
২০১৪ সালের ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিদর্শনকালে পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় পরিসংখ্যান ব্যুরো এই উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর, উখিয়া, কক্সবাজার ও মহেশখালী উপজেলায় শুমারির প্রথম পর্যায় ফিল্ড টেস্টের কাজ সম্পন্ন হয়েছে। কক্সবাজার পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক ওয়াহিদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের পাঁচটি কারণসহ শুমারি জরিপে ৪৫টি প্রশ্ন রাখা হবে। চলমান শুমারি কার্যক্রমের ফলে দেশ উপকৃত হবে। পাশাপাশি রোহিঙ্গারদেরও এ শুমারির মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।