সেবা ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বলেছিলেন, ত্রিশ লাখ শহীদের কথা। আর খালেদা জিয়া বলেন, শহীদদের সংখ্যা নিয়ে মতানৈক্য আছে।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও পাঠচক্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
তোফায়েল আহমেদ বলেন, বেগম জিয়া শহীদদের প্রতি অসম্মান করেছেন। তারা বুদ্ধিজীবীদের অসম্মান করেছেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।