নারায়ণগঞ্জে ৫ চীনা নাগরিককে পিটিয়ে আহত

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাগবাড়ি এলাকায় একটি কারখানায় চীনের পাঁচ নাগরিককে মারধর করেছে ওই কারখানার নিরাপত্তা কর্মীসহ কয়েকজন। আহতরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যা ছয়টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ি ‘আর এম’ নামের একটি স্টিল মিলে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাগবাড়ি এলাকাতে রোকনউদ্দিন মোল্লার মালিকানাধীন ভবনের স্পিনিং কারখানার একটি ইউনিট ভাড়া নিয়ে ওই পাঁচ চীনা নাগরিক ব্যবসা করেন। এর  নিরাপত্তাকর্মী রফিক মিয়ার সঙ্গে চীনাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ছয়টায় রফিকসহ আরো কয়েকজন নিরাপত্তা কর্মী একযোগ হয়ে ওই পাঁচজনকে বেধড়ক মারপিট করে। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতরা হলেন, লি জিং মিং, ওয়ান হু কং, লিয়াও জং, চুং ইয়াং কং ও ইয়ান উই অং। তাদের বয়স ৩০ হতে ৫০ এর মধ্যে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাবিব ইসমাইল জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top