সুশৃঙ্খলভাবে সমাবেশে আসার আহ্বান বিএনপির

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  শর্তসাপেক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পাওয়ার পর সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘জনসভায় আসতে আপনারা রাস্তায় কিংবা কোথাও কোনো প্রকার যানজট সৃষ্টি না করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে আসবেন। যে পরিসীমার কথা আমি বলেছি, সেখানে যানবাহন থেকে নেমে আপনারা জনসভাস্থলে আসবেন।’
 
দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন মঙ্গলবার খালেদা জিয়ার জনসভার জন্য সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল বিএনপি। এই দিনটি তারা ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। একই দিন ওই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগও ‘গণতন্ত্র রক্ষা দিবসের’ সমাবেশ করতে চাইলে উত্তেজনা দেখা দেয়। এরপর পুলিশ সোমবার নয়া পল্টনে বিএনপিকে এবং বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগকে সমাবেশ করতে শর্ত সাপেক্ষে অনুমতি দেয়।
 
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমরা ইতোমধ্যে জনসভা করার প্রশাসনিক সকল অনুমতি নিশ্চিত হয়েছি। কাল বেলা দুইটায় এই অফিসের সামনে সড়কে জনসভার কার্যক্রম শুরু হবে। শেষ হবে মাগরিবের নামাজের আগে।’
 
তিনি বলেন, ‘জনসভার পরিসীমা হচ্ছে- নয়া পল্টন সড়কের কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত।’
 
ঢাকা মহানগরে দলের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে এই জনসভায় অংশ নেয়ার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top