ব্যবধান কমাতে পারলো না রিয়াল

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বছরের প্রথম ম্যাচে বার্সেলোনা, এসপানিওলের সঙ্গে ড্র করার পরে রিয়াল মাদ্রিদের সুযোগ ছিল ব্যবধান কমানোর। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের অনুসরণ করেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে বছর শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। 
ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত তিন ম্যাচে জিততে না পারার হতাশা তো ছিলই, তার মধ্যে আবার এ মাঠে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে হারতে হয়েছিল রিয়ালকে। সব মিলিয়ে রোববার রাতের ম্যাচটি রোনালদোদের জন্য কঠিন লড়াইয়ের আভাসই দিয়ে রেখেছিল। শুরুর ১০ মিনিটে ভ্যালেন্সিয়ার দুটি আক্রমণ সে সম্ভাবনাই জাগায়। তবে ষষ্ঠদশ মিনিটে প্রথম সুযোগ পেয়েই বেনজেমার গোলে রিয়ালের এগিয়ে যাওয়ায় ফেভারিটদের জয়ের সম্ভাবনা জেগেছিল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার দানিয়েল পারেহো।  ৬৮তম মিনিটে সবচেয়ে বড় ধাক্কাটি খায় রিয়াল; দারুণ এক প্রতি-আক্রমণে উঠে আসা স্বাগতিকদের পর্তুগিজ ডিফেন্ডার হোয়াও কানসেলোকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন অস্ট্রিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচ।
এক জন কম নিয়ে খেলে ৮২তম মিনিটে বেলের নৈপুণ্যে ফের এগিয়ে যায় রিয়াল। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের ফ্রি-কিকে হেড করে বল জালে জড়ান ওয়েলসের এই মিডফিল্ডার। এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য এক মিনিটের বেশি স্থায়ী হয়নি স্পেনের সফলতম দলটির। স্বদেশি ফরোয়ার্ড রদ্রিগোর হেডে বাড়ানো বলে ফিরতি হেড করে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসের। গোল পেতে মরিয়া হয়ে ওঠা রিয়াল যোগ করা সময়ে টানা তিনটি কর্নার পায়, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি তারা। ফলে আরও একবার ভ্যালেন্সিয়ার মাঠ থেকে জয় না পাওয়ার হতাশা নিয়ে ফিরতে হয় রোনালদো বেলদের। এ ড্রয়ের পর ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৩৭। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো এক ম্যাচ কম খেলেও ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top